April 25, 2024
আঞ্চলিক

জমে উঠেছে কপিলমুনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন

কপিলমুনি প্রতিনিধি

কপিলমুনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন জমে উঠেছে। এ নির্বাচনে ১৩ জন খুদে শিক্ষার্থী প্রার্থী হয়েছে।

জানাযায়, পাইকগাছা উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যাপীঠ ৮নং কপিলমুনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আগামীকাল বুধবার ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে কোমলমতিদের ভোট। সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিরতীহীন ভাবে ভোট গ্রহন চলবে। এ লক্ষে বিদ্যালয় প্রাঙ্গন যেন সেজেছে বর্ণিল সাজে। পোষ্টার-ব্যানারে ছেয়ে গেছে বিদ্যালয় মাঠসহ আশপাশ এলাকা। ১৩ জন ক্ষুদে প্রার্থী নির্বাচনে মেতেছে। তারা প্রতি মুহূর্ত প্রচার প্রচারনায় ব্যস্ত রয়েছে। লিফলেট দিয়ে প্রার্থীরা প্রত্যেক ভোটারের কাছে ভোট চাইছে, এক কথায় বলা চলে যেন উৎসব মূখর পরিবেশ। সাধারণ ভোটাদের (শিক্ষার্থী দের) মাঝেও উৎসবের আমেজ পরিলক্ষিত হচ্ছে। গতকাল দুপুরে সরেজমিনে বিদ্যালয়টিতে গেলে এমন চিত্র নজরে আসে। এবারের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে প্রার্থী হয়েছে ৩য় শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল রিহুন পরী, অত্রিয় ঘোষ, খাদিজা, হাদিউজ্জামান, তাসনিয়া ও উৎস রায়। ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে প্রার্থী হয়েছে অপরাজিতা শুচি বিশ্বাস, নিঝর বিশ্বাস, এম তাসনিম তোরাব ত‚র্য্য ও অর্নব সাধু। ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে প্রার্থী হয়েছে অর্ঘ্য দত্ত, প্রাচুর্য্য মন্ডল রুদ্র ও রহীত মন্ডল। বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃ নূরুজ্জামান বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ে গণতন্ত্র চর্চার এক উজ্জল দৃষ্টান্ত এই স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন। নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও প্রচার প্রচারণা লক্ষ করা যাচ্ছে। নির্বাচনের মাধ্যমে ভবিষ্যত নেতৃত্ব সমাজে এখান থেকেই বেরিয়ে আসবে বলে মনে করি।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *