September 20, 2024
আঞ্চলিক

জন্মভূমি’র বার্তা সম্পাদক আনোয়ার আহমেদের মৃত্যুবার্ষিকী আজ

 

খবর বিজ্ঞপ্তি

আজ ১১ জুলাই বৃহস্পতিবার প্রবীণ সাংবাদিক, দৈনিক জন্মভূমি’র বার্তা সম্পাদক, খুলনা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ,অবিভক্ত খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি আনোয়ার আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ২০১৭ সালের ৪ জুলাই টানা ৮দিন অচেতন থাকার পর পরিবার, আত্মীয়, সাংবাদিক ও শুভাকাঙ্খীদের শোক সাগরে ভাসিয়ে গত বছর ১১ জুলাই সকাল সাড়ে ৬টায় রাজধানী ঢাকার লিজেন্ড হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষে বসুপাড়া কবরখানাস্থ আনোয়ার আহমেদেও কবর জিয়ারতসহ পারিবারিক কর্মসূচি পালিত হবে।

আনোয়ার আহমেদ ১৯৫৩ সালে বৃহত্তর কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন এবং ১৯৫৬ সালে তার পিতার সাথে স্বপরিবারে খুলনার বসুপাড়া ক্রস রোডে স্থায়ী বসবাস শুরু করেন। তার পিতার নাম শেখ আব্দুল জব্বার এবং মায়ের নাম আনোয়ারা খাতুন। ৬ ভাইদের  মধ্যে তিনি সবার বড়।

মরহুম সাংবাদিক আনোয়ার আহমেদ খুলনার সংবাদপত্র জগতে ৪০ বছর ধরে দাপটের সাথে কাজ করেছেন এবং তিনি খুলনা ও ঢাকায় কর্মরত অনেক প্রতিভাবান ও প্রতিষ্ঠিত সাংবাদিকের শিক্ষা গুরু হিসেবে কিংবদন্তী হয়ে আছেন। সংবাদপত্রের সকল স্তরের দক্ষতা অর্জনকারী আনোয়ার আহমেদ নিজেই খেলার রিপোর্টার ও বিশ্লেষক ছিলেন।

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *