October 6, 2024
জাতীয়

জনগণকে দমিয়ে রাষ্ট্র পরিচালনা করছে সরকার : ফখরুল

দক্ষিণাঞ্চল ডেস্ক

জনগণকে দমিয়ে রেখে সরকার রাষ্ট্র পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশি অবস্থান দেখে সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, এ স্বৈরতান্ত্রিক ও জনগণের ম্যান্ডেটবিহীন সরকার জনগণের সব অধিকার কেড়ে নিয়েছে। এরই ধারাবাহিকতায় সমাবেশ করতে দিচ্ছে না, র‌্যালির অনুমতি দিচ্ছে না। এটা এখন গতানুগতিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মানুষের আকাঙ্ক্ষাকে দমিয়ে রেখে সরকার রাষ্ট্র পরিচালনা করতে চায়, করছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির প্রসঙ্গে ফখরুল বলেন, খালেদা জিয়া অনেক অসুস্থ। এরপরেও ষড়যন্ত্রমূলকভাবে তাকে জামিন দেওয়া হচ্ছে না। আমরা চেষ্টা করছি জনগণকে সংগঠিত করে খালেদা জিয়াকে মুক্ত করবার।

আপনারা আগে বলেছিলেন যে, পুলিশের অনুমতি ছাড়াই সমাবেশ করবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা চেষ্টা করছি যে, আমাদের পক্ষে যতটুকু সম্ভব করা, স্পেসগুলোকে নিয়ে চেষ্টা করছি।

গত বৃহস্পতিবার (২৭ ফেব্রæয়ারি) হাইকোর্ট খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেন। এ আদেশের পরপরই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার দুপুর ২টায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করলেও পুলিশের কাছ থেকে অনুমতি মেলেনি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *