May 27, 2024
বিনোদন জগৎলেটেস্ট

‘জওয়ান’ মুক্তির নতুন তারিখ ঘোষণা করলেন শাহরুখ খান

গুঞ্জন ছিল আগে থেকেই। শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘জওয়ান’-এর মুক্তি পিছিয়ে যাওয়ার খবর উঠে এসেছে বারবার। অবশেষে পিছিয়েই গেল সিনেমাটির মুক্তি। ‘জওয়ান’ মুক্তির নতুন তারিখ ঘোষণা করলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এ বছর ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘জওয়ান’।শনিবার (৬ মে) টুইটারে সিনেমাটির একটি নতুন টিজার প্রকাশ করেছেন শাহরুখ খান। দুর্দান্ত সেই টিজারে দেখা গেছে, পাহাড়ের ওপর থেকে বল্লমের মতো অস্ত্র হাতে শূন্যে ঝাঁপিয়ে পড়ছেন ‘জওয়ান’। মুখোশে ঢাকা সম্পূর্ণ মুখ। আকাশে ঘন কালো মেঘের সঙ্গে বজ্রপাত। টিজারটি প্রকাশের পর থেকেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। শাহরুখ ভক্তরাও নতুন তারিখ পেলেন সিনেমাটির।

এদিকে নতুন টিজারে একের পর এক মন্তব্য করে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করছেন অনুরাগীরা। কারো মতে, ‘দুর্দান্ত টিজার। শাহরুখ আবার কাঁপাতে আসছেন।’ কেউ বা বলছেন, ‘আরেকটা ব্লকবাস্টার আসতে যাচ্ছে।’ কেউ বলছেন, ‘ধামাকা হতে যাচ্ছে স্ক্রিনে।’

২ জুন মুক্তি পাওয়ার কথা ছিল জওয়ানের। কিন্তু সেদিন সিনেমাটি মুক্তি পাচ্ছে না। সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘জওয়ান ২ জুনে মুক্তি পাচ্ছে না। এই সিনেমার ভিজ্যুয়াল অ্যাফেক্ট শেষ করার জন্য টিমের আরো কিছু সময় লাগবে। তাড়াহুড়া করে নিম্নমানের কাজের বদলে তারা সময় নিয়ে দেশের অন্যতম সেরা ভিজ্যুয়াল অ্যাফেক্টযুক্ত চলচ্চিত্র আনতে চাইছেন।

দক্ষিণের তারকা পরিচালক অ্যাটলি পরিচালিত জওয়ানে প্রধান ভূমিকায় অভিনয় করছেন শাহরুখ খান। আরো রয়েছেন নয়নতারা, বিজয় সেতুপাথি, সানায়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার। ৭ সেপ্টেম্বর পর্দায় ঝড় তুলবে সিনেমাটি।সূত্র : টাইমস অব ইন্ডিয়া

 

 

শেয়ার করুন: