চুয়াডাঙ্গায় আলার দলের ৩ সদস্য আটক
দক্ষিণাঞ্চল ডেস্ক
চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে ‘আলার দলের’ তিন সদস্যকে আটক করেছে র্যাব। র্যাব ৬-এর ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন খবর পেয়ে তাদের আটক করা হয়।
তারা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার কুলচারা গ্রামের শামসুল হুদার ছেলে রুহুল আমিন (৪০), গোপীনাথপুর গ্রামের আফজাল মণ্ডলের ছেলে কলম মণ্ডল (৩৯) ও ঝিনাইদহের ভুটিয়ারগাতি গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে নূর ইসলাম (৩৮)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত আলার দলের সদস্যরা গোপন বৈঠক করছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব সেখানে অভিযান চালায়। এ সময় অজ্ঞাতনামা সাত-আটজন পালিয়ে যেতে সক্ষম হলেও ধরা পড়েন তিনজন। তাদের কাছ থেকে দুটি লিফলেটসহ বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। তাদের চুয়াডাঙ্গা সদর থানায় দেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।