October 8, 2024
জাতীয়

চীন থেকে আসা ব্যক্তি অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে ভর্তি

দক্ষিণাঞ্চল ডেস্ক

চীন থেকে আসা এক ব্যক্তি ‘করোনাভাইরাসের লক্ষণ’ নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) আব্দুল মোকাদ্দেম জানান, শনিবার বেলা ১১টার দিকে ২৫ বছর বয়সী ওই ব্যক্তিকে করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে এখনও পরীক্ষা-নিরীক্ষা করা হয়নি। নীলফামারীর ডোমার উপজেলার ওই ব্যক্তি গত ২৯ জানুয়ারি রাতে তিনি চীন থেকে বাংলাদেশ আসেন। আসার পর গ্রামের বাড়িতে ছিলেন বলে পরিবার জানিয়েছে।

সহকারী পরিচালক মোকাদ্দেম বলেন, তার গায়ে জ্বর নেই। তবে করোনাভাইরাসের সিম্পটম দেখা যাচ্ছে। তার গলা ও বুকে ব্যথা রয়েছে। তাকে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

স্বজনরা জানান, ওই ব্যক্তি শুক্রবার রাতে হঠাৎ করে অসুস্থ বোধ করেন। তিনি যেহেতু চীন থেকে এসেছেন সেহেতু আশঙ্কা থেকে তাকে দ্রæত হাসপাতালে নেওয়া হয়। প্রথমে নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্ত্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা বিশেষ কোনো সমস্যা দেখতে পাননি।

চীনে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা সাতশ ছাড়িয়ে গেছে। আক্রান্ত অনেককে পরীক্ষা করেও সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন চীনের চিকিৎসকরা।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *