October 6, 2024
আন্তর্জাতিক

চীনে কোয়ারেন্টাইনের হোটেল ধসে নিহত ৪

চীনে করোনা ভাইরাস আক্রান্তদের কোয়ারেন্টাইনে ব্যবহৃত হোটেল ধসে অন্তত চারজন নিহত হয়েছেন। এছাড়া, নিখোঁজ রয়েছেন ২৯ জন।

রোববার (০৮ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

শনিবার (০৭ মার্চ) চীনের ফুজিয়ান প্রদেশের কোয়ানজু শহরে জিনজিয়া নামে কোয়ারেন্টাইনের জন্য ব্যবহৃত একটি হোটেল ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন ৭১ জন। তাদের মধ্য থেকে ৩৮ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানায় চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

ঠিক কী কারণে হোটেলটি ধসে পড়েছে তা এখনো জানা যায়নি। ফুজিয়ানায় এখন পর্যন্ত ২৯৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আক্রান্ত রোগীদের সংস্পর্শে গিয়েছেন এমন ব্যক্তিদের পর্যবেক্ষণ করতে তাদের ওই হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *