October 3, 2024
আঞ্চলিক

চিত্রালী সিনেমা হল ডিজিটাল রূপে আত্মপ্রকাশ

দ. প্রতিবেদক

খুলনা মহানগরীতে যখন একের পর এক সিনেমা হল বন্ধ হচ্ছে তখন এই শিল্পকে ধরে রাখার দৃঢ় প্রত্যয়ে সুন্দর ও মনোরম পরিবেশে ছবি উপভোগের ব্যবস্থা করেছে খুলনার খালিশপুরের ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ চিত্রালী সিনেমা হল। ডিজিটাল প্রজেকশন এর মাধ্যমে তারা ছবি প্রদর্শন শুরু করেছে। এ উপলক্ষে গতকাল সোমবার দুপুরে হল প্রাঙ্গণে সুশিল সমাজ ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চিত্রালী সিনেমা হলের পরিচালক তপু খানের সভাপতিত্বে ও সাংবাদিক এস এম নূর হাসান জনি এর পরিচালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ১০নং ওয়ার্ড কাউন্সিলর কাজী তালাত হোসেন কাউট। বিশেষ অতিথি ছিলেন খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন’র সাধারণ সম্পাদক সোহাগ দেওয়ান, চিত্রালী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রুহুল আমিন মিয়া, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ ফুল মিয়া।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন খলিলুর রহমান সুমন, মিলন হোসেন, মোহাম্মদ মিলন, হাসানুর রহমান তানজির, বেল্লাল হোসেন সজল, আব্দুর রাজ্জাক, শেখ শান্ত ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন চিত্রালী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ সভাপতি কামরুল ইসলাম, যুগ্ন সম্পাদক আকরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক সাগর ইসলাম প্রমুখ।

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *