চালকের ফাঁসির দাবি বিএল কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের
দ: প্রতিবেদক
‘নিরাপদ সড়ক সড়ক চাই, ঘাতক ড্রাইভারের ফাঁসি চাই’, ‘ফুটওভার ব্রিজ চাই’ ‘আমাদের দাবি মানতে হবে’ এমন স্লোগান নিয়ে মানববন্ধন করেছেন খুলনার সরকারি বিএল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্যাম্পাসের সামনের খুলনা-যশোর মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
খুলনার ফুলতলা উপজেলায় ট্রাকচাপায় সরকারি বিএল কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক কিশোর কুমার পালের মৃত্যুর ঘটনায় দোষী ট্রাকচালকের ফাঁসির দাবিতে এ মানববন্ধন করেন তারা।
কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম আলমগীর হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। এসময় তারা দোষী ট্রাকচালকে গ্রেফতার করে ফাঁসির দাবি জানান। মানববন্ধন শেষ কলেজ মন্দিরে শিক্ষকের মরদেহ দেখানো এবং শ্রদ্ধা নিবেদন করা হয়। কলেজের শহীদ মিনারের পাদদেশে দুপুর ১টায় শোকসভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে খুলনার ফুলতলা উপজেলার দামোদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যশোর-খুলনা মহাসড়কে সরকারি বিএল কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক কিশোর কুমার পাল ট্রাকচাপায় নিহত হয়। ফুলতলা উপজেলার দামোদর পূর্বপাড়ায় নামযজ্ঞ অনুষ্ঠানে যোগ দিতে ফুলতলায় গিয়েছিলেন তিনি। ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তিনি বাগেরহাটের রামপাল উপজেলার গিলেতলা বাজার এলাকার মৃত কিরণ চন্দ্র পালের ছেলে।