April 27, 2025
আঞ্চলিক

চার শ্রমিক চাকুরিচ্যুত : আন্দোলনে খুলনার ওহাব জুট মিলের শ্রমিকরা

দ: প্রতিবেদক

খুলনার ওহাব জুট মিলে কর্মকর্তাদের মারপিটের অভিযোগে চার শ্রমিককে চাকুরিচ্যুত করা হয়েছে। এরা হলেন প্যাকেজিং বিভাগের সরদার মো. মোরশেদ আলী শেখ, যান্ত্রিক বিভাগের হেডমিস্ত্রী মো. লিটন গাজী, সহকারী মিস্ত্রী মো. মাসুম ও মিস্ত্রী সুমন ফারাজী। এদিকে চাকুরিচ্যুতির প্রতিবাদে চউৎপাদন বন্ধ রেখে আন্দোলন করেছেন মিলের শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর লবনচরা মেইন রোডে অবস্থিত মিলের শ্রমিকরা মিল গেটে আন্দোলন শুরু করেন।

চাকুরিচ্যুত শ্রমিকরা জানান, তারা প্রতিদিনের মতো সকালে কাজ করতে মিলে এসে দেখেন তাদের গেট পাশ বাতিল করা হয়েছে। নোটিস বোর্ডে দেখেন তাদের চাকুরিচ্যুত করার নোটিস রয়েছে। এ খবর শ্রমিকরা জানতে পেরে সবাই কাজে যোগ না দিয়ে আন্দোলন শুরু করেন। এ জুট মিলে ৯শ’ শ্রমিকের মধ্যে ৫ শ’ শ্রমিকই নারী বলে তারা জানান।

প্যাকেজিং বিভাগের সরদার মো. মোরশেদ আলী শেখ বলেন, এখানে একজন শ্রমিকের সর্বনিম্ন বেতন ১৬৫ টাকা। প্রতিবছর আমাদের মজুরি দিনপ্রতি বাড়ানো হতো ২৫-৩০ টাকা। আমাদের সঙ্গে আলোচনাও করা হতো। কিন্তু এবার আলোচনা না করে বাড়িয়েছে ১৫ টাকা। যে কারণে ১৭ জানুয়ারি আমরা মালিকপক্ষকে বেতন বাড়ানোর জন্য দাবি জানিয়েছি। তারা রাজি হন। কিন্তু পরে তারা কথা রাখেননি। আজ এসে দেখি ওই সময় যারা মজুরি বাড়ানোর দাবি জানানোর নেতৃত্ব দিয়েছিলাম তাদের চাকুরি নেই বলে বোর্ডে নোটিস।

আন্দোলনরত শ্রমিকরা জানান, চাকুরিচ্যুত শ্রমিকদের চাকুরিতে ফিরিয়ে না নেওয়া পর্যন্ত তারা কাজে যোগ না দিয়ে মিলের সামনে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন।

মিলের জিএম নজরুল ইসলাম বলেন, কিছুদিন আগে আমাদের কিছু অফিসারদের এরা মারপিট করেছে যে কারণে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা। আমরা অফিসে যাচ্ছি বিষয়টি নিয়ে আলোচনা করে দেখছি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *