September 17, 2024
জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে হত্যার দায়ে মৃত্যুদণ্ড

দক্ষিণাঞ্চল ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে ছয় বছর আগের একটি হত্যা মামলায় একজনের ফাঁসির রায় দিয়েছে আদালত। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত আলী সোমবার এ রায় ঘোষণা করেন। দণ্ডিত মো. সুমন আলী (২৫) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর মিয়া পাড়ার আমির হোসেনের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি বিচরক তাকে এক লাখ টাকা অর্থদণ্ডও দিয়েছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১২ সালের ২৫ অক্টোবর জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর মিয়াপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে সুমনের সঙ্গে চৈতন্যপুর বাজার পাড়ার নূর আলম কাঁচুর মেয়ে ফারজানা আক্তার সীমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই সীমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল সুমন। এক পর্যায়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে গ্রাম্য শালিসের মাধ্যমে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।

২০১৬ সালের ৭ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে সুমন সীমাদের বাড়িতে গিয়ে তাকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এতে সীমা ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা গিয়ে সুমনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরদিন সীমার ভাই মো. কামরুজ্জামান সুমনকে আসামি করে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০১৭ সালের ৬ জানুয়ারি শিবগঞ্জ থানার তৎকালীন পরিদর্শ (তদন্ত) সরোয়ার রহমান সুমনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *