April 26, 2024
আন্তর্জাতিক

চলে গেলেন বিশ্বের সবচেয়ে বেশি বয়সের মানুষ

দক্ষিণাঞ্চল ডেস্ক
মানুষের ইতিহাসে প্রথম যখন যান্ত্রিক উড়োজাহাজ আবিষ্কার করেছিলেন রাইট ভাইয়েরা তার দুবছর পর জন্ম হয়েছিল ‘বিশ্বের সবচেয়ে বেশি বয়সের মানুষ’ মাসাজো নোনাকার। রবিবার ১১৩ বছর বয়সে মারা গেছেন এই জাপানি নাগরিক। জাপানি গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯০৫ সালের জুলাইয়ে জন্ম নোনাকার। এর এক মাস পরেই বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তার বিখ্যাত ‘থিওরি অব রিলেটিভিটি’ তত্ত¡টি প্রকাশ করেছিলেন। ১৯৩১ সালে নোনাকা বিয়ে করেন। তার ঔরষে জন্ম নেয় পাঁচ সন্তান। ব্যবসা থেকে অবসর নেওয়ার পর টেলিভিশনে সুমো কুস্তি দেখতেন আর মিষ্টি খেতেন নোনাকো।
গত বছর স্পেনের নাগরিক ফ্রান্সিসকো নুনেজ অলিভেরার মৃত্যুর পর নোনাকাকে বিশ্বের সবচেয়ে বেশি বয়সের মানুষ হিসেবে স্বীকৃতি দিয়েছিলে গিনেজ। নোনাকার নাতনি ইউকো জাপানি সংবাদমাধ্যম কিওডোকে বলেছেন, ‘এই বড় মানুষটির মৃত্যুতে আমরা শোকাভূত। গতকালও তিনি স্বাভাবিক ছিলেন এবং আমাদের পরিবারের সদস্যদের কোনো ব্যস্ততার মধ্যে না ফেলে তিনি চলে গেলেন।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *