September 15, 2024
আঞ্চলিক

চলন্তিকার মামলা ভিন্নখাতে প্রবাহিত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে মানববন্ধন

 

 

গতকাল রবিবার সকাল বেলা ১১টায় চরন্তিকা গ্রাহক সংগ্রাম পরিষদের উদ্যোগে গ্রাহকদের আমানত ফেরত, মালিকদের যথাযথ শাস্তি, মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করার যড়যন্ত্রকারীদের বিভিন্ন পত্রপত্রিকায় মিথ্যা-বানোয়াট-ভিত্তিহীন খরব প্রচার করার প্রতিবাদে এক মানববন্ধন পিকচার প্যালেস মোড়ে অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন গ্রাহক সংগ্রাম পরিষদের আহŸায়ক অনিমেষ রায় এবং সদস্য সচিব আলমগীর হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনাইটেড কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক কমঃ সমারেশ রায়, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য এস এ রশীদ, ইউসিএলবি জেলা কমিটির সদস্য মোস্তফা খালিদ খসরু, কাজী দেলোয়ার হোসেন, চলন্তিকা গ্রাহক সংগ্রাম পরিষদের সদস্য সুমিত্রা রায়, স্বপন রায়, তপন কুমার বিশ্বাস, দেবপ্রসাদ রায়, সুজিত রায়, জেসমীন হোসাইন, তপন সরকার, বীথিকা রায়, নরেশ রায় প্রমুখ।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *