April 24, 2024
জাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

চলতি বছরেই মেট্রোরেল ও কর্ণফুলী টানেল উদ্বোধন : প্রধানমন্ত্রী

চলতি বছরেই মেট্রোরেল ও কর্ণফুলী নদীর তলদেশের টানেল উদ্‌বোধন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি দেশের বন্যা পরিস্থিতি, পদ্মা সেতু উদ্‌বোধন, সীতাকুণ্ডসহ দেশে বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের কথা উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার জনগণের সরকার। সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নই আমাদের সরকারের লক্ষ্য।

এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সিলেটে এত বেশি বন্যা কখনও দেখা যায়নি। প্রাকৃতিক দুর্যোগ তো ঠেকানো যায় না। তবে, মানুষের ক্ষয়ক্ষতি যাতে কম হয়, তার জন্য সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। সেনাবাহিনীসহ সরকারের বিভিন্ন পক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এবারের বন্যা বেশি আকারে হচ্ছে। তবে, আমরা সময়োচিত পদক্ষেপ নিয়েছি। আমাদের নেতাকর্মীরা বন্যাদুর্গত এলাকায় ছুটে গেছেন। তাঁরা দিনরাত পরিশ্রম করছেন।’

‘গতকাল আমি বন্যাকবলিত এলাকা পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেছি। আমাদের পক্ষ থেকে যা যা করণীয়, আমরা করেছি। এ ছাড়া বন্যাপরবর্তী বিষয়েও নির্দেশনা দিয়েছি’, যোগ করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা আরও বলেন, ‘বন্যা নিয়েই আমাদের চলতে হবে। আমরা দেখেছি একটা সময় পরপর বন্যা আসে… এবারের ভয়াবহ বন্যা মোকাবিলার সব ধরনের ব্যবস্থা নিয়েছি। হেলিকপ্টারে করেও দুর্গতদের উদ্ধার করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘কোন জেলা থেকে কীভাবে পানি নিষ্কাশন হচ্ছে, সেগুলো চিহ্নিত করা হয়েছে; ভবিষ্যতে যেন সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায়।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *