চরমোনাইর বাৎসরিক মাহফিল শুরু হচ্ছে কাল
খবর বিজ্ঞপ্তি
আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম ইসলামী মহাসম্মেলন চরমোনাই এর ঐতিহাসিক অগ্রহায়ণের বাৎসরিক মাহফিল। আগামীকাল বাদ জোহর চরমোনাই পীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম এর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে শুরু হবে মাহফিলের আনুষ্ঠানিকতা। এর আগেই আল্লাহ আল্লাহ জিকিরে মুখরিত হবে কীর্তনখোলা তীরস্থ চরমোনাই ময়দান।
২৬, ২৭, ২৮ নভেম্বর তিনদিনব্যাপী এ মাহফিল ২৯ নভেম্বর সকালে আখেরী মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। তিনদিনের এ মাহফিলে প্রথমদিন বাদ জোহর ব্যতিত প্রতিদিন সকাল-সন্ধায় মোট সাতটি মূল বয়ান হয়ে থাকে।