December 8, 2024
জাতীয়

চট্টগ্রামে দুই পুলিশ সদস্যকে কুপিয়ে আহত

দক্ষিণাঞ্চল ডেস্ক
আদালতের আদেশে চট্টগ্রামের বাঁশখালীতে পলাতক আসামির সম্পত্তি জব্দ করতে যাওয়া পুলিশ সদস্যদের ওপর হামলায় দুজন আহত হয়েছেন। বাঁশখালী থানার এএসআই প্রদীপ চক্রবর্ত্তী ও নুরুন্নবী টিপুকে দা দিয়ে কুপিয়ে আহত করেছেন আসামির স্বজনরা। শনিবার উপজেলার দক্ষিণ জলদি গ্রামে এ ঘটনা ঘটে বলে বাঁশখালী থানার ওসি কামাল হোসেন জানান।
তিনি বলেন, ওই গ্রামের জমির উদ্দিন কালু নামে এক যুবক চন্দনাইশ থানার ৩২৬ ধারার (অস্ত্র দিয়ে আঘাত করা) একটি মামলার আসামি। ওই মামলায় জমির দীর্ঘদিন পলাতক থাকায় আদালত তার সম্পত্তি ক্রোকের আদেশ দেয়। আদালতের আদেশে দুপুরে বাঁশখালী থানা পুলিশের একটি দল তার বাড়ি যায়। এ সময় জমিরের স্বজনরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে পুলিশ সদস্যদের আঘাত করে। এতে দুজন আহত হয়। আহত প্রদীপকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং নুরুন্নবীকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুইজনই আশঙ্কামুক্ত বলে জানান ওসি কামাল।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *