April 23, 2024
আঞ্চলিক

গোপালগঞ্জে রাতে এসএসসি পরীক্ষা দিচ্ছে ৫১ পরীক্ষার্থী

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে খ্রীষ্টধর্মের সেভেনথ ডে অ্যাডভেন্টিস্ট সম্প্রদায়ের ৫১ জন পরীক্ষার্থী রাতে পরীক্ষা দিচ্ছে। এরা সবাই মুকসুদপুর উপজেলার কেলগমুখার্জী সেমিনারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
জানা যায়, ধর্মীয় বিধানমতে শনিবার দিনের বেলায় লেখা নিষেধ। তাই ঢাকা বোর্ডের অনুমতিক্রমে জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তাদের পরীক্ষা সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯টা পর্যন্ত নেওয়া হবে। ২০১৯ সালের এসএসসি পরীক্ষার মধ্যে ৪টি শনিবার এসব পরীক্ষার্থীরা রাতে পরীক্ষা দিবে।
অন্যান্য পরীক্ষাথীদের সাথে ঐ ৫১ জন পরীক্ষার্থীদেরকেও সকাল ৯টায় কেন্দ্রে প্রবেশ করতে হচ্ছে। তবে ঐ কেন্দ্রে একটি নির্দিষ্ট কক্ষে তাদের রাখা হবে এবং রাত ৯টার পর পরীক্ষা শেষে তাদের কেন্দ্র ত্যাগের অনুমতি দেওয়া হবে।
খ্রীষ্টধর্মের ঐ পরীক্ষার্থীরা জানায়, ধর্মীয় বিধান অনুসারে আমাদের শনিবার দিনের বেলায় কোন কিছু লেখা নিষেধ। তাই বোর্ডের অনুমতিক্রমে চারটি শনিবার রাতে এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়ে আমরা আনন্দিত।
জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব নির্মল কুমার সাহা জানান, ঢাকা বোর্ডের নির্দেশে আমরা এ বিষয়ে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছি। ঐ ৫১ জন পরীক্ষার্থীদেরকে সকাল ৯টায় কেন্দ্রে প্রবেশ করতে হচ্ছে এবং রাত ৯টার পর পরীক্ষা শেষে বাইরে যেতে দেওয়া হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *