September 15, 2024
আঞ্চলিক

গুটুদিয়া ও কয়রা সদরে চেয়ারম্যান পদে আ’লীগের প্রার্থী আলমগীর ও মেহেদী

 

ঢাকায় মনোনয়ন বোর্ডের সভায় সিদ্ধান্ত

 

দ: প্রতিবেদক

খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা কাজী আলমগীর হোসেন। একই সাথে কয়রা উপজেলার সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান দিদার।

গতকাল বুধবার বেলা এগারোটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় এ মনোনয়ন দেয়া হয়। আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। এদিন দেশের ৮ বিভাগের ৩৭ জেলার ৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়।

সূত্র জানায়, স¤প্রতি উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে গুটুদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা সরোয়ার ও কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলে পদ দু’টি শূণ্য হয়। আগামী ২৫ জুলাই বৃহস্পতিবার ইউনিয়ন দু’টিতে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন রূপসার শ্রীফলতলা, পাইকগাছার দেলুটি ইউনিয়নে সাধারণ সদস্য পদে এবং দাকোপের সুতারখালী ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *