গিলাতলায় শেখ সিমেন্ট ফ্যাক্টরীর বিদ্যুতের তার ছিড়ে রাস্তায়, দুর্ঘটনার আশংকা
খানজাহান আলী থানা প্রতিনিধি
খানজাহান আলী থানাধীন গিলাতলা দক্ষিণপাড়া শেখ সিমেন্ট ফ্যাক্টরীর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ সংযোগটি রাস্তায় ছিড়ে পড়ে অল্পের জন্য পথচারি রক্ষা পেয়েছে। ফ্যাক্টরীর কয়েকশ গজ তার বিপদজনক অবন্থায় রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মৌখিক নির্দেশ উপেক্ষা করে পুরাতন, জরাজীর্ণর টেম্পারেচার বৈদ্যুতিক তার ব্যবহার করায় গত এক মাসে দুই দফা বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়ে দূর্ঘটনা ঘটেছে। এলাকাবাসী বলছে বিভিন্ন স্থানে তার কোন রকম বেধে রয়েছে আবার কোন কোন স্থানে তারের কভার পুড়ে গেছে যে কোন মুহুর্তে আগুন লেগে ভয়াবহ দূর্ঘটনা ঘটার আশংকা রয়েছে।
পার্শ্ববর্তী মোল্যা আরিফ হোসেন জানান, আনুমানিক সাড়ে ৬শ গজের মতো তার ৯/১০টি পোলের মাধ্যমে ফ্যাক্টরীতে সংযোগ নেওয়া হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১১টায় হোসেন ব্রিকসের গেট থেকে কিছু দূরে একটি তারে আগুন ধরে গিয়ে ছিড়ে পড়ে অল্পের জন্য দুই পথচারি রক্ষা পেয়েছে।
তিনি আরো জানান, এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে বিষয়টি অবহিত করে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলামকে জানান হয়েছে। বড় ধরনের দূর্ঘটনা এড়াতে এলাকাবাসী নতুন তার ব্যবহার না করলে সংযোগ না দেওয়ার জন্য প্রতিরোধ গড়ে তুলেছে।
বিদ্যুৎ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইমরান আলী বলেন, ফ্যাক্টরীর মধ্যে যে ১১ হাজার ভোল্টের তারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছে তা পুরাতন জরাজীর্ণ এবং এর টেম্পারেচার নষ্ট হয়ে যাওয়ায় ফ্যাক্টরী কর্তৃপক্ষকে মৌখিক ভাবে একাধিকবার তার পরিবর্তনের জন্য বলা হয়েছে কিন্তু তারা কোন কর্ণপাত করছেনা। বিদ্যুতের এই ১১ হাজার ভোল্টের তারের টেম্পার নষ্ট হয়ে যাওয়ায় রাবারের কভারের মধ্যে পানি ঢুকে এবং গ্রামের মধ্যে গাছের ঢালপাড়ায় যে কোন মুহুর্তে তার ছিড়ে বড় ধরনের দূর্ঘটনা ঘটার আশংকা রয়েছে।
এ বিষয়ে ফ্যাক্টরী কর্তৃপক্ষের ম্যানেজার রুহীদাসের মোবাইলে যোগাযোগ করলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায় পরে একাউন্টসের আসাদ হোসেনের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন বিষয়টি ফ্যাক্টরীর বিদ্যুৎ বিভাগের ঐ বিভাগের নাম্বার দিতে চাইলেও অজ্ঞাত কারনে দেন নাই। এলাকাবাসী জরুরী ভিত্তিতে বিদ্যুৎ বিভাগের উর্ধতন কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহবান জানিয়েছেন।