গিলাতলায় দ্বিতীয় দিনে ভেলা বাইচ ও লাঠি খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত
খানজাহান আলী থানা প্রতিনিধি
ঐতিহ্যবাহী গিলাতলা নজরুল থিয়েটার ক্লাবের উদ্যোগে ১নং আটরা গিলাতলা ও ৮নং সিদ্দিপাশা ইউনিয়নের সহযোগিতায় ভৈরবনদে ঐতিহ্যবাহী শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ ও তিন দিনব্যাপী দেশীয় সংষ্কৃতি উৎসবের গতকাল শনিবার দ্বিতীয় দিনে দৃষ্টি নন্দন ভেলা বাইচ-লাঠিখেলা প্রতিযোগিতা ও জারী ও সারীগান অনুষ্ঠিত হয়। বিকাল ৩টায় ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলার ভাইস-চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা ।
গিলাতলা নজরুল থিয়েটার ক্লাবের প্রতিষ্ঠাতার পুত্র বিশিষ্ট সমাজসেবক সরদার আলী আহম্মেদের সভাপতিত্ব এবং ক্লাবের সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক খান রিয়াজুল ইসলাম রাজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা আওয়ামীলীগের সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি বেগ আব্দুর রাজ্জাক রাজ, উৎযাপন কমিটির সদস্য সচিব সৈয়দ কিসমত আলী, হামিদুর রহমান, মুন্সি ফারুক হোসেন, জুলফিকার আলী ভুট্টো, মিনা সামছুর রহমান, বেগ আব্দুল খালেক, সৈয়দ আ. গফফার, খান আবুল বাশার ও নবিরুল ইসলাম রাজা, খান আ. হালিম। অনুষ্ঠানে বক্তৃতা করেন ক্লাবের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
ভেলা বাইচে তুষার ও সুরঞ্জিত যৌথভাবে প্রথম স্থান, রাজু সরকার দ্বিদীয় এবং অলিয়ার মোল্যা ৩য় স্থান অধিকার করে। আজ রবিবার সকাল ৯টায় সমাপনী দিনে ক্লাব প্রাঙ্গনে ক্রীড়া প্রতিযোগিতা, ১টা ৩০ মিনিটে সাতার প্রতিযোগিতা এবং সন্ধ্যায় সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।