গাজীপুরে হাত-পা-মুখ বেঁধে ধর্ষণের প্রধান আসামি গ্রেপ্তার
দক্ষিণাঞ্চল ডেস্ক
গাজীপুরের শ্রীপুরে অপহরণের পর হাত-পা ও মুখ বেঁধে এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার র্যাব-১-র স্পেশালাইজ কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এ তথ্য জানিয়েছেন। গ্রেপ্তার দুলাল মিয়া (৩৪) জেলার শ্রীপুর থানার কেওয়া পূর্বখÐ এলাকার হাসেন আলীর ছেলে।
গত ২৬ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে গাজীপুরের শ্রীপুর কেওয়া পূর্বখÐর এক কিশোরীকে অপহরণ করে একটি ঘরে নিয়ে আটক করে দুলাল ও তার কয়েক সহযোগী। সেখানে কিশোরীর হাত-পা ও মুখ বেঁধে তাকে দলবেঁধে ধর্ষণ করে পালিয়ে যায় তারা।
র্যাব জানায়, এ ঘটনায় ২৮ ডিসেম্বর শ্রীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। ওই মামলার পলাতক প্রধান আসামি দুলাল রোববার রাতে শ্রীপুর থানার মাওনায় অবস্থান করছে এমন খবর পেয়ে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।