খুলনা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা বসন্তবরণে মেতে ছিলো
তথ্য বিবরণী
ঋতৃরাজ বসন্ত শুরু। এই উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল শনিবার সকালে খুলনা সরকারি মহিলা কলেজের আয়োজনে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যমে শিক্ষার্থীরা বসন্তকে বরণ করেন। গান, কবিতা, নৃত্যসহ বিভিন্ন সংগীতে মেতে উঠে ছিলো কলেজের সকল শিক্ষার্থীরা। নৃত্য, সংগীত, কবিতা আবৃত্তি, গান কথনের মধ্য দিয়ে নান রংঙে, নানা বর্ণে সবার সামনে প্রস্ফুটিত হয় বসন্তের নিবিড়তা।
বসন্ত মানেই তো রং, রঙের খেলা। তাই শিক্ষার্থীরা সর্বোচ্চ রং দিয়ে নিজেদেরকে সাজিয়েছেন। কলেজের শিক্ষার্থীরা সেজেছে বাসন্তী শাড়ির সাথে গোলাপ ও হলুদ গাঁদা ফুল আর শিক্ষকরা সজেছে আবির রাঙা পোশাকে।
বসন্তবরণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর টিএম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ ড. সমীর রঞ্জন সরকার, শিক্ষক পরিষদের সম্পাদক আহমেদুল কবীর (চাইনিজ), ছাত্রী সংসদের ভারপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর মোঃ আব্দুল জব্বার, আয়োজক কমিটির আহবায়ক জীবন কুমার কর্মকার প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বসন্তবরণ বাঙালির চিরন্তন ঐতিহ্য। এই ঐতিহ্যকে আমাদের ধরে রাখতে হবে। বসন্ত উদযাপনে প্রতি বছর নতুন মাত্রা পায় শিক্ষার্থীদের কোলাহলে। বসন্তবরণে মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় হবে।