খুলনা রেলস্টেশনের ত্রুটি অপসারণ দাবি বিএনপির
খবর বিজ্ঞপ্তি
আধুনিক, দৃষ্টিনন্দন ও অনন্য স্থাপত্য শৈলের ছদ্মাবরণে খুলনাবাসীকে মারাত্মক ত্রæটিপূর্ণ, ভয়াবহ অপরিকল্পিত ও গোজামিলে ভরা একটি নতুন রেলস্টেশনের নামে মৃত্যুফাঁদ উপহার দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে রখুলনা রেলস্টেশনের সকল ত্রæটি অপসারণ দাবি জানান।
বিবৃতিদাতারা হলেন বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম দাদু ভাই, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, কাজী সেকেন্দার আলী ডালিম, সৈয়দা নার্গিস আলী, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এ্যাড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু, ইকবাল হোসেন খোকন প্রমুখ।