October 12, 2024
আঞ্চলিক

খুলনা মহানগর ছাত্রলীগের বিবৃতি

খবর বিজ্ঞপ্তি
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নিরংষ্কুশ সংখ্যাগরিষ্টতা নিয়ে টানা তৃতীয় বারের মত সরকার গঠন করেছে। বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইসতেহারে একটি অন্যতম প্রতিশ্রুতি ছিলো মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণ। তারই অংশ হিসেবে বর্তমান সরকার ও প্রশাসন মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহন করে সারাদেশে চিরুণী অভিযান ও কার্যকরী পদক্ষেপ গ্রহন করে চলেছে। জনসাধারণ এই উদ্যোগকে সাদরে গ্রহন করে সরকার ও প্রশাসনকে সাধুবাদ জানাচ্ছে। আমরা খুলনা মহানগর ছাত্রলীগও সরকারের এই জনবান্ধব উদ্যোগ কে সম্পূর্ণ সমর্থন ও সাধুবাদ জানাচ্ছি। আমরা খুলনা মহানগর ছাত্রলীগ দৃঢ়কন্ঠে বলতে চাই মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদের সাথে সম্পৃক্ততা ছাত্রলীগ কখনো বিশ্বাস করে না এবং মাদক সন্ত্রাস ও জঙ্গীবাদের স্থান ছাত্রলীগে কখনো হতে পারে না। আমার পূর্বের ন্যায় এখনও মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদকে প্রতিরোধ করতে সর্বদা রাজপথে ছিলাম আছি এবং থাকবো। বিবৃতিদাতারা হলে খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *