January 15, 2025
আঞ্চলিক

খুলনা মহানগরীকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে মতবিনিময়

খবর বিজ্ঞপ্তি

চীনের জেডটিই কর্পোরেশনের একটি প্রতিনিধি দলের সাথে খুলনা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের এক মতবিনিময় সভা গতকাল রবিবার দুপুরে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। খুলনা মহানগরীকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কেসিসি’র পূর্ত বিভাগ এ সভার আয়োজন করে।

সভায় সিটি মেয়র আগত প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বলেন, নগরবাসীদের সময়োপযোগী ও সার্বক্ষণিক সেবা প্রদানে কেসিসি কর্তৃপক্ষ আন্তরিক। কিন্তু সিটি গভর্ণমেন্ট না থাকার কারণে সমন্বিতভাবে সেবা প্রদান করা সম্ভব হয়ে ওঠে না। নাগরিকদের নিরাপত্তা প্রদানসহ সকল নাগরিক সেবা তাৎক্ষণিক পৌছে দিতে খুলনা মহানগরীকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলা দরকার।

কেসিসি’র প্যানেল মেয়র মো: আলী আকবর টিপু, মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর মো: আনিছুর রহমান বিশ্বাষ, প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) পলাশ কান্তি বালা, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো: নাজমুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী খান, মশিউজ্জামান খান ও জাহিদ হোসেন শেখ, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, আর্কিটেক্ট রেজবিনা খানম, জেডটিই কর্পোরেশনের সলুশন ম্যানেজার লি জিয়াং, জাইন ট্রেড ইন্টারন্যাশনালের ডাইরেক্টর অপারেশন আব্দুল্লাহ আল মামুন, ডিডিই’র প্রেসিডেন্ট রাজিভ এইচ চৌধুরী, প্রতিনিধি ডাটা ম্যাগফুর, কেসিসি’র সহকারী প্রকৌশলী শেখ মোহাম্মদ হোসেন ও শেখ মো: মাসুদ করিম প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

স্মার্ট সিটির আওতায় বিভিন্ন এ্যাপস-এর মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি অগ্রাধিকার দেয়া হবে বলে জেডটিই কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *