October 7, 2024
আঞ্চলিক

খুলনা প্রেস ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ ও আসিফ কবীরকে কেইউজে’র অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি দৈনিক আজকের তথ্য’র সম্পাদক এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক, কেইউজে’র সাবেক সভাপতি, সমকাল ও চ্যানেল ২৪’র ব্যুরো প্রধান মামুন রেজা-সহ নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করেন।

অপর এক বিবৃতিতে দৈনিক জন্মভূমির সম্পাদকমণ্ডলীর সভাপতি ও প্রকাশক আসিফ কবীর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির মিডিয়া কনসালটেন্ট হিসেবে নিয়োগ পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন ইউনিয়নের সভাপতি মোঃ মুন্সি মাহাবুব আলম সোহাগ, সাধারণ সম্পাদক ও বিএফইউজে’র নির্বাহী সদস্য মোঃ সাঈয়েদুজ্জামান সম্রাট, সহ-সভাপতি মো. হুমায়ুন কবীর ও মহেন্দ্র নাথ সেন, যুগ্ম সম্পাদক নেয়ামুল হাসান কচি, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নুর হাসান জনি, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স ও বিমল সাহা। অনুরূপ বিবৃতি প্রদান করেছেন বিএফইউজে’র নির্বাহী সদস্য এস এম ফরিদ রানা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *