খুলনা প্রেসক্লাবের সকল কার্যক্রম ২৪ এপ্রিল পর্যন্ত বন্ধ
দ. প্রতিবেদক
নভেল করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত খুলনা প্রেসক্লাবের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২১ মার্চের নির্বাহী পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী ক্লাব খোলা রাখার সময়সূচি বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। কিন্তু দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়ছে। সে কারণে ওই সভার সিদ্ধান্তের ধারাবাহিকতায় করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে ১২ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত খুলনা প্রেসক্লাবের সকল কার্যক্রম বন্ধ থাকবে।