খুলনা জেলা আ’লীগের নেতৃত্বে শেখ হারুন ও সুজিত অধিকারী
দ: প্রতিবেদক
খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারীকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন।
এসময় তিনি বলেন, প্রথম পর্ব চলাকালে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নেতৃত্ব প্রত্যাশীদের লিখিত আবেদনপত্র আহবান করা হয়েছিল। সেখানে উভয় পদের জন্য একাধিক ব্যক্তি আবেদন করেন। নেতৃত্ব প্রত্যাশীদের নিয়ে আলোচনা বসে সেখান থেকে সমঝোতার মাধ্যমে সভাপতি পদে পুনরায় শেখ হারুনুর রশীদকে নির্বাচিত হয়েছে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারীকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে।