খুলনা জেলার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নের সময় বৃদ্ধি
তথ্য বিবরণী
খুলনা জেলা ম্যাজিস্ট্রেসি হতে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারী এবং খুলনা জেলায় বর্তমানে বসবাসরত আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারী ব্যক্তি, ব্যাংক, প্রতিষ্ঠান, ডিলার, এবং মেরামতকারী প্রতিষ্ঠান ও সেফ কিপিংদের আগ্নেয়াস্ত্র লাইসেন্স ২০২০ সালের জন্য বার্ষিক নবায়ন ১ জানুয়ারি হতে ৩০ জানুয়ারি-২০২০ তারিখ পর্যন্ত বিলম্ব ফি ব্যতীত নবায়নের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
উক্ত সময়ে এনপিবি পিস্তল ও রিভলবার নবায়নের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং একনলা বন্দুক, দোনলা, ২২ বোর, ৭এমএম, ৮এমএম, ৯এমএম রাইফেল লাইন্সেস এবং ডিলার, মেরামতকারী প্রতিষ্ঠান ও সেফ কিপিং লাইসেন্স সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেএম শাখা থেকে নবায়ন করা যাবে। বিস্তারিত তথ্য খুলনার জেলা ম্যাজিস্ট্রেট এর কার্যালয় থেকে জানা যাবে। খুলনা জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।