খুলনা জেলাকে যেভাবেই হোক মাদক মুক্ত করা হবে : এসপি
কয়রা প্রতিনিধি
খুলনা জেলার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ (বিপিএম) বলেছেন ‘মাদকের
বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে মাদককে নির্মূল করতে
প্রত্যেককেই এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, মাদক দ্রব্য সেবনকারী ও
মাদক ব্যবসায়ী কাউকে ছাড় দেওয়া হবেনা। তাই তারা যতই শক্তিশালী হোক না
কেন।
গতকাল শনিবার বেলা ১১টায় কয়রা থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে মাদক
বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেনের সভাপতিত্বে মাদক
বিরোধী মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা
উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস. এম. শফিকুল ইসলাম, ভাইস-
চেয়ারম্যান কমলেশ চন্দ্র সানা, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম ও
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি. এম. মোহসিন রেজা।
এতে বক্তব্য রাখেন আমাদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আমীর আলী গাইন,
প্রেসক্লাব সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, কয়রা থানা পুলিশিং কমিটির
সমন্বয়কারী মোঃ দিদারুল ইসলাম,মুক্তিযোদ্ধা আব্দুর রহমান সানা, মাওলানা
মোঃ আশরাফুল আলম, কয়রা বাজার কমিটির সভাপতি মোঃ জুলফিকার আলী,
কপোতাক্ষ কলেজের প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা প্রমুখ।
মতবিনিময় সভায় ইউপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ূন কবীর, জি. এম. কবি
শামছুর রহমান, জেলা পরিষদ সদস্য মোঃ হাবিবুল্যাহ হাবিব সহ সাংবাদিক,
পুলিশিং কমিটির নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, আইনজীবি, সুশিল সমাজের
প্রতিনিধি এবং স্থানীয় জনসাধারন উপস্থিত ছিলেন।