October 3, 2024
আঞ্চলিক

খুলনা জেবিএসের চাকরি মেলায় চাকরী প্রত্যাশিদের ঢল

দ. প্রতিবেদক

খুলনায় গতকাল শুক্রবার প্রথমবারের মত ‘জব এন্ড বিজনেস সার্ভিসেস’ এর উদ্যোগে অনুষ্ঠিত হয় চাকরি মেলা। খুলনার গল্লামারী এম এ বারী রোডস্থ হোপ পলিটেকনিক  এন্ড টেকনিক্যাল  ইনস্টিটিউট ও রেভারেন্ড পল্স  হাই স্কুলের ক্যাম্পাসে  সকাল দশটায় অনুষ্ঠিত হয় এ মেলা। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের ডেপুটি ডিরেক্টর মোঃ আলী সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক, সিএসএস এর এইচআরএম এন্ড পিএমইএল পরিচালক রোমেল ফ্রান্সিস গমেজ, সিএসএসের পরিচালক (শিক্ষা) জেমস অজয় চৌধুরি, হোপ পলিটেকনিক  এন্ড টেকনিক্যাল  ইনস্টিটিউটটের অধ্যক্ষ বিভাস কান্তি মন্ডল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ‘জব এন্ড বিজনেস সার্ভিসেস’এর ম্যানেজার কুন্তল রায় চৌধুরী।

টেকনিক্যাল কাজ জানা এবং শিক্ষার্থী (ইলেকট্রিশিয়ান, টেকনিশিয়ান, মেকানিক, মেশিন অপারেটর, প্যাথলজিষ্ট, ল্যাব টেকনিশিয়ান, ড্রাইভার, সেফ, নার্স, ওয়েটার, প¬াম্বার, ওয়েল্ডার, শো-রুম সেলসম্যান), পলিটেকনিক, ভোকেশনাল, জেনারেল এডুকশেন ও মেডিক্যাল সায়েন্স থেকে পাশ করা অভিজ্ঞ/অনভিজ্ঞ চাকরী প্রার্থীদের জন্য শতাধিক পদে নিয়োগের উদ্দেশ্যে  ২৭ টি প্রতিষ্ঠান এ চাকরী মেলায় অংশগ্রহণ করছে।

প্রতিষ্টানগুলো হলো আমানত আউটসোর্সিং জব এজেন্সি ডট কম, বিডি বিসমিল্লাহ, সুশীলন, প্রসেস, বিট বাইট কম্পিউটার্স এন্ড ইনস্টিটিউট, জি-গ্যাস, ব্রিক, বøু-স্টোন ডেভেলঅফমেন্ট, ব্রাইট ওয়ে এডুকেশন, প্রোজেক্ট হেডওয়ে, দি সুন্দরবন প্রাইম ট্যুরস, ইয়ং ইন্ডাস্ট্রিজ ফুটওয়ার লিঃ, কনকর্ড ডুরেবল টেকনোলজি, অলিম্পিক ইন্ডাসট্রিজ, মেঘনা গ্রæপ অফ ইন্ডাস্ট্রিজ, বেস্ট ইলেকট্রনিক্স, ম্যাটাডোর বলপেন, কোডারস প্যাসান, খ্রীস্টিয়ান সার্ভিস সোসাইটি, পিসিএফ পল্ট্রি ফিড ইন্ডাস্ট্রিজ, জুট টেক্সটাইল, চয়েজ বাংলাদেশ, সুইফ্ট কনসালটেন্সি এন্ড সাপ্লাইয়ার্স, আরএসপিএল হেলথ বিডি লিঃ ইত্যাদি। মেলা চলে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *