খুলনা-কলকাতা রুটে সপ্তাহে দু’দিন চলবে বন্ধন এক্সপ্রেস
দ. প্রতিবেদক
এখন থেকে খুলনা-কলকাতা রুটে সপ্তাহে দুই দিন বন্ধন এক্সপ্রেস যাতায়াত করবে। বৃহস্পতিবার ও রবিবার ট্রেনটি যাতায়াত করবে। গতকাল রবিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে বন্ধন এক্সপ্রেসের দ্বিতীয় ট্রেনের যাত্রা শুরু করে।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ফিতা কেটে ট্রেনটির উদ্বোধন করেন। এসময় ভারতীয় সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক উপস্থিত ছিলেন।
কলকাতা থেকে রবিবার সকালে বন্ধন এক্সপ্রেস ছেড়ে খুলনায় পৌঁছায় দুপুর ১২টা ৫০ মিনিটে। আর খুলনা থেকে কলকাতার উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায় দুপুর দেড়টায়।
খুলনা রেলস্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার জানান, আগে খুলনা-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেস শুধু বৃহস্পতিবার চলাচল করতো। রবিবার নতুনভাবে আরও একটি ট্রেন যুক্ত হলো। ফলে ট্রেনটি এখন থেকে সপ্তাহে দু’দিন চলবে। বন্ধন ট্রেনটি কলকাতা থেকে সকাল সাড়ে ৭টায় ছেড়ে খুলনায় দুপুর সাড়ে ১২টায় পৌঁছায়। খুলনা থেকে বেলা দেড়টায় কলকাতার উদ্দেশে রওনা হয়। ট্রেনে ৮টি বগিতে ৪৫৬টি সিট রয়েছে।