October 6, 2024
আঞ্চলিকলেটেস্ট

খুলনা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন আজ

দ. প্রতিবেদক
খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ও মেসার্স চামেলী ট্রেডার্সের ব্যবস্থায় ১৯তম খুলনা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করা হচ্ছে। খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে বেলা ১২টায় প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি থাকবেন বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবীর, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ। সভাপতিত্ব করবেন চেম্বারের সভাপতি কাজি আমিনুল হক।
মেলার সমন্বয়কারী ও চামেলী ট্রেডার্সের সত্বাধিকারী মো. রাসেল মিয়া বলেন, মেলায় এবার বিভিন্ন শ্রেণির ১৫০ টির অধিক স্টল থাকবে। যার মধ্যে ৪টি ভারতীয়, ২টি ইরানী এবং বাকিগুলো বাংলাদেশী। এবারের মেলায় শিশুদের বিনোদনের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। মাঠের একাংশে গড়ে তোলা হচ্ছে শিশু জোন। সেখানে তাদের জন্য দেশী-বিদেশী ১৮টি রাইড রাখা হচ্ছে। এছাড়াও মোবাইল ব্যাংকিংয়ের সুবিধার জন্য বিকাশ, চিকিৎসকসহ প্রাথমিক চিকিৎসাকেন্দ্র, শৌচাগার, ফায়ার সার্ভিস স্টেশন, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, পুরুষ এবং নারীদের জন্য পৃথক নামাজের স্থান, অজুখানা ও ফ্রি ইন্টারনেট ব্যবহারের সুবিধা থাকছে। মেলার সৌন্দর্য্য বর্ধন করা জন্য দুইটি ঝর্ণা তৈরি করা হয়েছে। এবার প্রথম দুইটি সেলফি টাওয়ারও রাখা হচ্ছে। যেখানে দাড়িয়ে সকলে ছবি তুলতে পারবে। মেলায় দেশি বিদেশি প্রতিষ্ঠানগুলো বস্ত্র, মেশিনারিজ, কার্পেট, কসমেটিকস, ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্য, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, স্যানিটারি পণ্য, স্টেশনারি, ক্রোকারিজ, মেলামাইন, প্লাস্টিক, টয়লেট্রিজ পণ্য ইত্যাদি বিক্রি করবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *