খুলনা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের জয়জয়াকার
সভাপতি সাইফুল-সাঃ সম্পাদক ইকবাল
দ: প্রতিবেদক
খুলনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ নিরঙ্কুশ জয়লাভ করেছে। ১৪টি পদের মধ্যে এ পরিষদের মনোনীত প্রার্থীরা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০টিতে জয়লাভ করেছে। আর সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্রার্থীরা পেয়েছেন চারটি পদ।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট আ ফ ম মহসীন ভোট গণনা শেষে গতাল সোমবার (২৫ নভেম্বর) ভোররাতে এ ফল ঘোষণা করেন।
নির্বাচনে বিজয়ীরা হলেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত সভাপতি প্রার্থী মো. সাইফুল ইসলাম। তিনি ভোট পেয়েছেন ৬৮৫টি। সাধারণ সম্পাদক কে এম ইকবাল হোসেন, ভোট পেয়েছেন ৬২৭টি। এছাড়া যুগ্ম সম্পাদক এ কে এম আবু নিক্সন (৬৬৩), পাঠাগার সম্পাদক শেখ আশরাফ আলী পাপ্পু (৭১৩), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আনোয়ারা মমতাজ আন্না (৬১৮), সদস্য আলমগীর বিশ্বাস (৫৮৮), মো. আইউব হোসেন (৬৬৪), উলাস কর বৈরাগী (৬১৮), শাম্মি আকতার (৬১৯), শেখ আবু বক্কার সিদ্দীক নাঈম (৬১৯)।
আর সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের বিজয়ীরা হলেন সহ-সভাপতি মো. আওছাফুর রহমান (৬৪৮), মো. মোশারফ হোসেন (৫৯১), সদস্য আছাদ আলী সরদার (৬৬৪) ও রুবাইয়া মাহরু (৬৩১)।
উলেখ্য, গত রবিবার সকাল ৯টা থেকে বিকাল চারটা পর্যন্ত সমিতির ভোটগ্রহণ সম্পন্ন হয়। মোট এক হাজার ৩৯১ জন ভোটারের মধ্যে এক হাজার ২৫৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে তিনটি ভোট বাতিল করেন নির্বাচন পরিচালনা কমিটি। সন্ধ্যার পর থেকে শুরু হয় ভোট গণনা। গণনা শেষে সোমবার ভোররাতে এ ফল ঘোষণা করা হয়। নির্বাচনে ১৪টি পদে আওয়ামী লীগ ও বিএনপি নেতৃত্বাধীন দুটি প্যানেলে ২৮ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন।