April 16, 2024
আঞ্চলিক

খুলনায় ২৫ মার্চ গণহত্যা দিবসের কর্মসূচি

 

তথ্য বিবরণী

২৫ মার্চ গণহত্যা  দিবস-২০১৯ পালন উপলক্ষে খুলনাতে জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে গণহত্যার স্মৃতিচারণ, আলোচনা সভা, আলোকচিত্র, প্রামান্যচিত্র প্রদর্শনী, বিশেষ মোনাজাত, গীতিনাট্য, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এক মিনিটের জন্য প্রতীকি বøাক-আউট।

১-২৫ মার্চ পর্যন্ত স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধাদের কন্ঠে ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা। সুবিধাজনক সময়ে খুলনা আঞ্চলিক তথ্য অফিস পিআইডি, জেলা তথ্য অফিস এবং ৭১:গণহত্যা নির্যাতন আর্কাইভ ও যাদুঘর ট্রাস্ট এর উদ্যোগে শহিদ হাদিস পার্কে প্রদর্শীত হবে গণহত্যার ওপর আলোকচিত্র ও প্রামান্যচিত্র প্রদর্শনী। ২৫ মার্চের রাতে নিহতদের স্মরণে সকল মসজিদ, মন্দির,গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা  করা হবে। এ উপলক্ষে ২৫ মার্চ সকাল ১০টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। শহিদ হাদিস পার্কে অনুষ্ঠিত হবে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান।  ২৫ মার্চ রাত নয়টা থেকে নয়টা এক মিনিট পর্যন্ত এক মিনিটের জন্য প্রতীকি বø্যাক-আউট (কেপিআই ও জরুরি স্থাপনা ব্যতীত)। সন্ধ্যায় শহিদ হাদিস পার্কে আলোকসজ্জা ও মোমবাতি প্রজ্জলন করা হবে।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *