October 9, 2024
আঞ্চলিক

খুলনায় ১৭ জন হোম কোয়ারেন্টাইনে

 

দ. প্রতিবেদক

করোনা ভাইরাস প্রতিরোধে খুলনায় ডুমুরিয়া উপজেলার স্থানীয় দু’জনসহ বিদেশফেরত ১৭ জনকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বিদেশফেরত ১৭ জন স¤প্রতি ভারত, সৌদি আরব, সিঙ্গাপুর, ইতালি, কোরিয়া থেকে দেশে ফিরেছেন। হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের মধ্যে রয়েছেন খুলনার দাকোপ উপজেলার সাতজন, তেরখাদার তিনজন, দিঘলিয়ার দুইজন, খুলনা সদরের তিনজন।

গতকাল মঙ্গলবার দুপুরে খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, বিদেশ ফেরত ব্যক্তিদের তাদের বাড়িতেই থাকতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। চিকিৎসক দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, তারা করোনা ভাইরাসে আক্রান্ত নন। তারপরও অন্তত ১৪ দিন তাদের বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *