খুলনায় ১২শ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
দ: প্রতিবেদক
খুলনায় ১২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ খোকন শেখ নগরীর লবনচরা থানাধীন জিন্নাপাড়া এলাকার মৃত আকরাম শেখ’র ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ লুৎফর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বটিয়াঘাটা থানা এলাকায় অভিযান পরিচালনা করে বটিয়াঘাটা থানাধীন চক্রাখালী বাজারের মোঃ সোহাগ হোসেন ওরফে আলআমিন এর চায়ের দোকানের সামনে থেকে তাকে ১২০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
পুলিশ আরও জানায়, আসামীর স্থায়ী কোন বাড়িঘর নাই। সে ভাসমান ভাড়াটিয়া ও চিহ্নিত মাদক ব্যবসায়ী। এ ঘটনায় গোয়েন্দা শাখার এসআই মোঃ লুৎফর রহমান বাদী হয়ে বটিয়াঘাটা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।