খুলনায় সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির পথসভা
খবর বিজ্ঞপ্তি
সুন্দরবন রক্ষায় ৭ দফা সুপারিশ বাস্তবায়ন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি, খুলনা জেলা শাখার পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার বিকেল ৩:৩০টায় খুলনার পিকচার প্যালেস মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়।
সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি, জেলা শাখার আহŸায়ক এস এম শাহনওয়াজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑসদস্য সচিব এড. মোঃ বাবুল হাওলাদার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টিÑসিপিবি’র খুলনা মহানগর কমিটির সাবেক সাঃ সম্পাদক মিজানুর রহমান বাবু, সিডিপি’র খুলনা বিভাগীয় সমন্বয়কারী এস এম ইকবাল হোসেন বিপ্লব, খুলনা নাগরিক আন্দোলনের চেয়ারম্যান তোবারেক হোসেন তপু, বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডাঃ মোঃ নাসির উদ্দিন, বৃহত্তর খুলনা উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ মোঃ নাসির উদ্দিন, সংগঠনের সদস্য এম এ সবুর রানা, মাহবুব আলম বাদশা, এম মোস্তফা কামাল, যুব ইউনিয়নের খুলনা জেলা সাধারণ সম্পাদক জয়ন্ত মুখার্জী প্রমুখ।