September 14, 2024
আঞ্চলিক

খুলনায় শেখ রাসেল দ্বিতীয় আন্তঃবিভাগীয় টেনিস প্রতিযোগিতার উদ্বোধন আজ

শেখ রাসেল দ্বিতীয় আন্তঃবিভাগীয় টেনিস প্রতিযোগিতা আজ খুলনায় শুরু হতে যাচ্ছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সন্ধ্যা সাড়ে ছয়টায় খুলনা অফিসার্স ক্লাবে এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন ।
গতকাল দুপুরে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন তাঁর সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে একথা জানান।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, এই টেনিস প্রতিযোগিতায় সারাদেশ থেকে মোট ১৩২টি দল অংশগ্রহণ করবে যার মধ্যে একক ৬৪টি এবং দ্বৈত ৬৮টি। খেলাগুলো খুলনা অফিসার্স ক্লাব, খুলনা ক্লাব ও ডিআইজি’র টেনিস গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। চূড়ান্ত প্রতিযোগিতা ২৪ মার্চ অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *