July 27, 2024
আঞ্চলিক

খুলনায় শিল্পে পরিবেশ সচেতনতা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

 

 

তথ্য বিবরণী

‘শিল্পে পরিবেশ সচেতনতা’ শীর্ষক সেমিনার গতকাল মঙ্গলবার সকালে বিসিক, খুলনা শিল্প সহায়ক কেন্দ্র  সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। বিসিক শিল্প সহায়ক কেন্দ্র, খুলনা ও প্রযুক্তি বিভাগ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক), ঢাকা যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিসিক, ঢাকার পরিচালক (প্রযুক্তি) ড. মোহা: আব্দুস ছালাম,খুলনা পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোঃ হাবিবুল হক খান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোঃ ইকবাল হোসেন। খুলনা ও বরিশাল বিভাগ বিসিকের আঞ্চলিক পরিচালক বাবুল চন্দ্র নাথ এতে সভাপতিত্ব করেন। স্বাগত জানান খুলনা বিসিকের উপমহাব্যবস্থাপক মোঃ আতিয়ার রহমান। প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ^বিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. দিলীপ কুমার দত্ত।

সেমিনারে প্রফেসর ড. দিলীপ কুমার দত্ত উল্লেখ করেন, প্রাকৃতিক পরিবেশের সাবলীল আচরণে সম্পৃক্ত শিল্পের বিকাশ কখনো বিঘিœত হয় না এবং যান্ত্রিকতার সীমাবদ্ধতা না থাকলে কালের প্রবাহে বিলীন হয়ে যায় না। বাংলাদেশের মোট শিল্প প্রতিষ্ঠান ৭.৮১ মিলিয়ন এর মধ্যে ৮৮ শতাংশ হলো কুটির শিল্প এবং ১১ শতাংশ হলো ক্ষুদ্র শিল্প। সেমিনারে প্রায় ৭০ জন শিল্প উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *