খুলনায় শহীদ ডা. মিলনের ২৯তম মৃত্যুবার্ষিকী পালিত
খবর বিজ্ঞপ্তি
স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলন এর ২৯ তম মৃত্যু বার্ষিকী ও শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন খুলনা জেলা শাখার পক্ষ থেকে সকাল সাড়ে ৭টায় শহীদ স্মৃতি স্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও পরে খুলনা বিএমএ ভবনের কাজী আজহারুল হক মিলনায়তনে স্মরণ সভার আয়োজন করা হয়।
খুলনা বিএমএ’র সভাপতি ডা. শেখ বাহারুল আলম এর সভাপতিত্বে নির্ধারিত স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খুলনা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মোঃ মেহেদী নেওয়াজ, সহ-সভাপতি ডা. মোল্যা হারুন অর রশিদ, কর্যকরী পরিষদ সদস্য অধ্যাপক ডা. মনোজ কুমার বোস, ডা. আর কে নাথ প্রমূখ।
অপরদিকে গতকাল বুধবার সকাল ৮:১৫ মিনিটে শহীদ ডা. মিলন এর মূর্যালের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) জেলা শাখার সভাপতি ডা. এস. এম. সামছুল আহসান মাসুম এবং স্বাচিপ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মো: মেহেদী নেওয়াজ।