October 9, 2024
আঞ্চলিকলেটেস্ট

খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের বিক্ষোভ মিছিল, আজ ধর্মঘট

দ: প্রতিবেদক

পাটকল শ্রমিকদের মজুরী কমিশন বাস্তবায়ন, পাবলিক প্রাইভেট পার্টনারশীপ (পিপিপি) বাতিল, অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারি ও কর্মকর্তাদের পিএফ গ্রাচ্যুইটির টাকা প্রদানসহ ১১ দফা দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছেন।

গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মহানগরীর খালিশপুর বিআইডিএস রোড, পিপলস মিল গেট, নতুন রাস্তা মোড়, দৌলতপুর বিএল. কলেজ গেট হয়ে ক্রিসেন্ট মিল শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এসে শেষ হয়।

বাংলাদেশ পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের আহবায়ক সরদার আঃ হামিদ, সিবিএ নেতা সাহানা শারমিন, হুময়ন কবির খান, মোঃ আলাউদ্দিন,মুরাদ হোসেন, আবু দাউদ দ্বীন মোহাম্মদ, বেল্লাল মল্লিক, আঃ মান্নান, কাউসার আলী মৃধা, সাইফুল ইসলাম লিটু, মোঃ হানিফ, রনজিত কুমার দেব, গোলাম আজম মিঠু, বাদশা মিয়া, মোঃ জাফর হোসেন, সিদ্দিকুর রহমান, ইব্রাহিম মোল্যা, ফরিদ শেখসহ নেতৃবৃন্দ এসময় বক্তৃতা করেন।

এদিকে গতকাল সোমবার সকাল ১০টায় খুলনার আটরা শিল্পাঞ্চলের ইষ্টার্ন ও আলীম জুট মিল শ্রমিকরা খুলনা যশোর মহাসড়কে পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায় বিক্ষোভ মিছিল করেছে। মিছিল শেষে ইস্টার্ণগেটে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন ইস্টার্ণ সিবিএ সভাপতি মোঃ আলাউদ্দিন, আলিম সিবিএ সভাপতি মোঃ সাইফুল ইসলাম লিঠু,সাধারন সম্পাদক আঃ হামিদ সরদার, মোঃ জাকারিয়া হোসেন, হক মহলদার, আঃ সালাম, হাফিজুর রহমান, নজরুল ইসলাম, আলতাফ হোসেন, বদরউদ্দীন বিশ্বাস, সরদার আলমগীর হোসেন, আফসার সরদার, ইউসুফ গাজী, ইজদান আলী, নাজমুল সরদার, ইদ্রিস আলী প্রমুখ।

বক্তারা পাটকল শ্রমিকদের মজুরী কমিশন বাস্তবায়ন, পাবলিক প্রাইভেট পার্টনারশীপ (পিপিপি) বাতিল, অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারি ও কর্মকর্তাদের পিএফ গ্রাচ্যুইটির টাকা প্রদান, শ্রমিকদের সাপ্তাহিক মজুরী নিয়মিত পরিশোধ, পাট মৌসুমে পাট ক্রয়ের অর্থ বরাদ্দসহ শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট ১১ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহŸান জানান।

এদিকে আজ মঙ্গলবার খুলনা-যশোর অঞ্চলের ৯টি পাটকলের শ্রমিকরা সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টা ধর্মঘট পালন করবে এবং ধর্মঘট চলাকালে বিকাল ৪টায় স্ব স্ব মিল গেটে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *