খুলনায় মটর চালক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগ খুলনা মহানগর, জেলা ও থানার নেতৃবন্দ নিরালা নিজ কার্যালয়ে ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় আলোচনা সভা এবং রাত সাড়ে ৯টায় কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর শাখার সভাপতি মোঃ ফিরোজ রহমান। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম। সভায় সমাপনী বক্তব্য রাখেন জেলা সভাপতি মোঃ মানজারুল আলম চুন্নু। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা চালক লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ, কেসিসি এমপ্লয়ীজ ইউনিয়নের সাধারণ সম্পাদক দুলাল হোসেন রাজা।
আরও বক্তৃতা করেন খুলনা মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ কামাল উদ্দিন মোড়ল, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, জেলা সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজান শেখ, সোনাডাঙ্গার সাধারণ সম্পাদক মোঃ শামিম হোসেন, দৌলতপুরের সাধারণ সম্পাদক মোঃ জামাল কবির, মোঃ খোকন হোসেন প্রমুখ।