খুলনায় বীমা সচেতনতায় কর্মশালা অনুষ্ঠিত
তথ্য বিবরণী
বাংলাদেশ বীমা খাত উন্নয়ন প্রকল্প (ইওঝউচ) এর উদ্যোগে গতকাল বুধবার খুলনা হোটেল সিটি ইন কনভেনশান হলে বীমা বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এই কর্মশালায় ‘গণমানুষের মধ্যে বীমা বিষয়ে সচেতনতা তৈরি’ এর উপর পেপার উপস্থাপন করেন খুলনা বিশ^বিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের প্রফেসর ড. ফিরোজ আহমেদ। ‘বাংলাদেশের বর্তমান দৃশ্যপট ও ভবিষ্যৎ সম্ভাবনায় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বীমা খাতের ভূমিকা’ এর উপর পেপার উপস্থাপন করেন খুলনা আজম খাঁন কমার্স কলেজের হিসাব বিভাগের প্রফেসর শেখ জিয়াউল ইসলাম। ‘ক্ষুদ্র, স্বাস্থ্য ও কৃষি বীমার মাধ্যমে বীমা বিষয়ে সচেতনতা বৃদ্ধি’ এর উপর পেপার উপস্থাপন করেন বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমীর প্রধান অনুষদ সদস্য এস এম ইব্রাহিম হোসাইন।
সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমীর পরিচালক মো: আমজাদ হোসেন, জীবন বীমা কর্পোরেশনের জেনারেল ম্যানেজার পারভিন সিদ্দিকা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: জিয়াউর রহমান।
এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক শেখ রেজাউল ইসলাম,অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব হুমায়ুন কবির, প্রকল্প পরিচালক মো: নায়েম আলী মÐল, উপপ্রকল্প পরিচালক এস এম মাসুদুর রহমান, প্রকল্পের পরিচালক ও সহকারী পরিচালকগণ। এতে সভাপতিত্ব করেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য মো: বোরহান উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বহির্বিশে^ সকল দেশে বীমা সম্পর্কে ভাল ধারণা থাকলেও আমাদের দেশে বীমা সম্পর্কে মানুষের মনে অবিশ^াস রয়ে গেছে। বীমাগ্রহীতাদের আস্থা অর্জনে বীমা সংশ্লিষ্টদের আরও আন্তরিক হওয়ার আহবান জানান। তাঁরা আরও বলেন, দেশে শিক্ষা বীমা, স্বাস্থ্য বীমাসহ অন্যান্য বীমা চালু হতে যাচ্ছে।
সভায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, ধর্মীয় ব্যক্তিত্ব, ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধি, বীমা সংশ্লিষ্ট প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং খুলনা আজম খাঁন কমার্স কলেজের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।