খুলনায় নাটাব’র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খালিশপুর নাটাব ক্লিনিক-এর উদ্যোগে খালিশপুর প্লাটিনাম জুট মিলের শ্রমিক ক্লাবে গতকালবৃহস্পতিবার বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব)-এর ফ্রি মেডিকেল ক্যাম্প (ফ্রি ডায়াবেটিক টেস্ট) এস কে এফ-এর সহযোগিতায় চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। সেই সাথে যক্ষারোগ সম্পর্কে জনগণকে সচেতনতার লক্ষ্যে অবিহিত করা হয়।
ক্যাম্পের উদ্বোধন করেন ১১নং ওয়ার্ড কমিশনার বীর মুক্তিযোদ্ধা মুন্সী আব্দুল ওয়াদুদ। চিকিৎসা প্রদান করেন ডাঃ মোঃ মেহেদী হাসান ও ডাঃ মোঃ দিদার-এ-ইলাহী ইমু। প্রায় ২৫০/৩০০ জন রোগীর চিকিৎসা করেন। এ সময়ে উপস্থিত ছিলেন এস কে এফ-এর রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ সানা উল্লাহ্ খান, বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব)-এর কেন্দ্রীয় প্রতিনিধি নূসরাত জাহান, খুলনা জেলার শাখার দপ্তর সম্পাদক মোঃ মুজিবর রহমান, নির্বাহী সদস্য হাসান জহির মুকুল প্রমুখ। উল্লেখ্য, প্রতি সপ্তাহে রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার খালিশপুর নাটাব ক্লিনিকে বিকেল ৩টা হতে ৫টা পর্যন্ত ২০ টাকার টিকিটের বিনিময়ে চিকিৎসাসেবা প্রদান করা হয়।