April 19, 2024
আঞ্চলিকলেটেস্ট

খুলনায় টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা

 

তথ্য বিবরণী

স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গতকাল শনিবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সমন্বয়ক (এসডিজি) মোঃ আবুল কালাম আজাদ এতে প্রধান অতিথি ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহাযোগিতায় খুলনা জেলা প্রশাসন এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলাম, খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত সচিব (এসডিজি) মোঃ মোকাম্মেল হোসেন। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এতে সভাপতিত্ব করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান।

কর্মশালায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ১৭টি অভীষ্টের লক্ষ্যমাত্রা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান, আইনজীবী, মুক্তিযোদ্ধা, স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। পরে মূখ্য সচিব খুলনা সার্কিট হাউস সম্মেলনকক্ষে বাংলাদেশের সমৃদ্ধি অর্জনে তরুণদের অংশগ্রহণ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন।

কর্মশালায় মূখ্য আলোচক ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত সচিব (এসডিজি) মোঃ মোকাম্মেল হোসেন। খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া এতে সভাপতিত্ব করেন। এসময়  খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন উপস্থিত ছিলেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’র সহাযোগিতায় খুলনা বিভাগীয় প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।

কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনজীবী, মুক্তিযোদ্ধা, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালের শিক্ষক, শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, সংস্কৃতি ও ক্রীড়া ব্যক্তিত্ব এবং সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *