February 5, 2025
আঞ্চলিক

খুলনায় টিসিবির পন্য কিনলে ফ্রী সবজি উপহার দিচ্ছে ফুডব্যাংকিং খুলনা কল্যাণ সংস্থা।

প্রেস বিজ্ঞপ্তি
পবিত্র মাহে রমজানে খুলনার নিম্নমধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেনীর মানুষদের জন্য ফুডব্যাংকিং খুলনা কল্যাণ সংস্থা পক্ষ থেকে বিনামূল্যে সবজি বিতরণ করা হয়। নগরীর মোট পাচটি পয়েন্টে টিসিবির ন্যায্যমূল্যের গাড়ীর সাথে সমন্বয় করে সবজি গুলো ৪০০ পরিবারের মাঝে বিতরন করা হয়। নগরীর সাউথ সেন্ট্রাল রোডে কার্যক্রমটির উদ্বোধন করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল রানা। আরো উপস্থিত ছিলেন ফুডব্যাংকিং খুলনা কল্যাণ সংস্থার সভাপতি শাহরিয়ার কবির মেঘ, কোষাধ্যক্ষ শাহরিয়ার শাওন, উপদেষ্টা জেসমিন পারভীন জলি সহ অন্যান্য সদস্যরা। সদস্যদের মধ্যে ছিলেন – মনোয়ায়, জুবায়ের আল সাদ, আদর, সামির সাকির, মহিউদ্দীন, মেহরাব, জাহিদ, মাহিন, রুমি।
নগরীর সাউথ সেন্ট্রাল রোড, সাতরাস্তার মোড়, পাওয়ার হাউজের মোড়, নিউমার্কেট এবং হাজী মহসিন রোড এলাকায় আজ বিতরণ করা হয়।
ভিড় এড়াতে এবং জনস্বাস্থ্যর কথা মাথায় রেখে সংগঠনটি টিসিবির সাথে সমন্বয়েে এমন উদ্যোগ গ্রহন করে। সংগঠনটির সদস্যরাই সিরিলায় অনুযায়ী ব্যাগ সংগ্রহ করে নিজেরাই প্যাকেট করে তা পৌঁছে দেয় অপেক্ষমান মানুষের কাছে।
শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *