খুলনায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
দ. প্রতিবেদক
‘দুর্যোগ ঝুঁকিহ্রাস পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি’ প্রতিপাদ্য নিয়ে বিভাগীয় শহর খুলনায় গতকাল মঙ্গলবার জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস-২০২০ পালিত হয়। দিবসটি উপলক্ষে সকালে নগরীর শহিদ হাদিস পার্ক হতে বর্ণাঢ্য র্যালি বের হয়ে সার্কিট হাউজে এসে শেষ হয়।
খুলনা জেলা প্রশাসন আয়োজিত সার্কিট হাউজ সম্মেলনকক্ষে র্যালি পরবর্তীতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।
সভায় জানানো হয়, বিশ^ব্যাংকের ২০১৩ সালের প্রতিবেদন অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগের জন্য বাংলাদেশ বিশে^র সবচেয়ে ঝুঁকিপ্রবণ দেশ। জলবায়ু পরিবর্তনের প্রভাব এ অঞ্চলেই বেশি। গ্রিন হাউজ প্রভাবের ফলে ২০৫০ সাল নাগাদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আধা মিটার বৃদ্ধি পেলে দেশের ১১ শতাংশ এলাকা সমুদ্র গর্ভে বিলীন হতে পারে। অনুষ্ঠানে বক্তারা দুর্যোগ ঝুঁকিহ্রাসে পূর্ব প্রস্তুতির ওপর জোর দিয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্মিত মুজিবকিল্লার ধারণার ওপর ভিত্তি করে দেশে দুইশ টি আধুনিক বহুমুখী ব্যবহারযোগ্য ‘মুজিবকিল্লা দুর্যোগ আশ্রয়কেন্দ্র’ নির্মাণ করা হচ্ছে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এহসান শাহ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আজিজুল হক জোয়ার্দ্দার, মুক্তিযোদ্ধা আলমগীর কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।