October 9, 2024
আঞ্চলিক

খুলনায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

খবর বিজ্ঞপ্তি

জাতীয়তাবাদী ছাত্রদলকে যারা দূর্বল ও ভঙ্গুর সংগঠন আখ্যায়িত করেন, তাদেরকে সমালোচনা থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম। বলেছেন, ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীরা বিরুদ্ধে অসংখ্য মামলা। কারা নির্যাতনে আর হামলায় তারা জর্জরিত। তারপরও একজন নেতাকর্মীও ছাত্রদল ছেড়ে যায়নি। রাজপথ ছেড়ে যায়নি।

জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনায় অনুষ্ঠিত এক বিশাল ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করে সংগঠনের জেলা শাখা। এ উপলক্ষে নগরীতে বিশাল ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন থানা থেকে একের পর পর এক মিছিল এসে সমাবেশে যোগ দেয়। সমাবেশের মূল দাবি ছিল বেগম খালেদা জিয়ার মুক্তি।

জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুল হাসান বাপ্পী। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- শফিকুল আলম তুহিন, অধ্যাপক সেলিম আহমেদ মিয়া, শেখ সাদী, মাসুদ পাভেজ বাবু, মাহবুব হাসান পিয়ারী, শামীম কবির, তৈয়েবুর রহমান, ইবাদুল হক রুবায়েদ, হাফিজুর রহমান, মিরাজুর রহমান মিরাজ, আতাউর রহমান রুনু, খান ইসমাঈল হোসেন, মতিউর রহমান বাচ্চু, রফিকুল ইসলাম বাবু, বিকাশ মিত্র, শহিদুল ইসলাম শহিদ। বিশেষ বক্তা ছিলেন ছাত্রদল নির্বাহী সম্পাদকের সহ সভাপতি পার্থদেব মন্ডল ও সহ সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, কেন্দ্রীয় নেতা মোকলেছুর রহমান, বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হেলাল আহমেদ সুমন।

উপস্থিত ছিলেন নাদিমুজ্জামান জনি, মোল্লা রিয়াজুল ইসলাম, আনোয়ার হোসেন আনু, শফিকুল ইসলাম বাচ্চু, মোল্লা হুমায়ুন কবির, মাসকুর হাসান ফ্রান্স, সন্দীপ চট্টোপাধ্যায়, ওহেদুজ্জামান সোহাগ, আতিক নেওয়াজ চঞ্চল, আব্দুল্লাহ কিমিয়া সাদাত, মঈদুল ইসলাম সোহাগ, মাহামুদুল হাসান মিঠু, রিয়াছাদ আলী, মুকুন্দ মোহন পান্থ, হুমায়ুন কবির রুবেল, গাজী শহিদুল ইসলাম, মিজানুর রহমান বাবু, শাহাদাতুজ্জামান বাবু, রাকিবুল ইসলাম, কামরুজ্জামান বাপ্পী, হাসিবুর রহমান সাদ্দাম, মোঃ রনি, শেখ ফারুক, মোক্তারুজ্জামান সবুর, ইশতিয়াক আহমেদ ইশতি, মিজানুর রহমান মিজান, আজমল হোসেন লিটন প্রমুখ।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *