খুলনায় চরমোনাই নমুনায় তিনদিনব্যাপী মাহফিল শুরু
খবর বিজ্ঞপ্তি
খুলনায় চরমোনাই’র নমুনায় তিনদিনব্যাপী মাহফিল নগরীর গোয়ালখালী জামিয়া রশিদীয়া মাদ্রাসা প্রাঙ্গণে গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব মাদ্রাসার মুহতামিম অধ্যক্ষ হাফেজ মাওঃ আব্দুল আউয়ালের সভাপতিত্বে উদ্বোধন করেন আমীরুল মুজাহিদীন ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। চরমোনাই পীর আজ শুক্রবার বাদ ফজর ও জুম্মার নামাজ আদায় করবেন। মাহফিলের দ্বিতীয় দিন শুক্রবার বাদ এশা ও শনিবার বাদ ফজর প্রধান অতিথির আলোচনা করবেন নায়েবে আমীরুল মুজাহিদীন ও শায়েখে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, এছাড়াও তিনি আজ বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের উদ্দোগে কর্মী সম্মেলনে ও বাদ মাগরিব ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মহানগর ও জেলার উদ্দোগে প্রজন্ম মুজাহিদ সম্মেলনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও মাহফিলে যারা আলোচনা করবেন বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারী জেনারেল আলহাজ্ব ডাঃ মোখতার হোসাইন, আল্লামা নুরুল হুদা ফয়েজী, হাফেজ মাওঃ মুশতাক আহমেদ, মাওঃ আব্দুল মজিদ, মুফতী নুরুল আমীন, মাওঃ মুজ্জাম্মিল হক, মাওঃ রেজাউল করীম, আলহাজ্ব ইঞ্জিনিয়ার রজব আলী ও মুফতী মাহবুবুর রহমান।